Jobs In BD

পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর অধীনস্থ কোম্পানিসমূহের শূন্য পদগুলোতে লোকবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পেট্রোবাংলা ১৮ টি পদে মোট ৬৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পুর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হল।

শূন্যপদবিজ্ঞপ্তিতে দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন শুরু ১৯ মার্চ ২০২৪
আবেদন শেষ১৮ এপ্রিল ২০২৪
আবেদন প্রক্রিয়াঅনলাইন

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) – ১১৮ টি।

সহকারী ব্যবস্থাপক (আইন) – ০৭ টি।

সহকারী ব্যবস্থাপক (অর্থ) – ৮৭ টি।

সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) – ২০২ টি।

সহকারী ব্যবস্থাপক (কারিগরি) – ৩৫ টি।

সহকারী কারিগরি কর্মকর্তা – ০২ টি।

সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) – ০৩ টি।

সহকারী ড্রিলার – ০১ টি।

সহকারী কর্মকর্তা (প্রসাশন) – ৭৫ টি।

সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) – ০১ টি।

সহকারী কর্মকর্তা (আইন) – ০১ টি।

সহকারী কর্মকর্তা (অর্থ) – ৫০ টি।

উপ-সহকারী প্রকৌশলী – ৭৮ টি।

সহকারী কর্মকর্তা (কারিগরি) – ০২ টি।

সহকারী কর্মকর্তা (কেমিষ্ট) – ০১ টি।

সার্ভেয়ার – ০৪ টি।

ট্রেইনী ড্রিলার – ০২ টি।

নার্স/ব্রাদার – ০১ টি।

Apply

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *